• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ০২ পাচারকারী আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২৩

নিউজ ডেস্ক:
বুধবার (২৫ জানুয়ারি ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সেন্টমার্টিন হতে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ যোগে যাত্রী বেশে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৪ জানুয়ারি ২০২৩ আনুমানিক ১৬০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেন্টমার্টিন হতে কক্সবাজার গমনকারী পর্যটকদের সাথে থাকা ব্যাগ তল্লাশীর কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশী চলাকালীন দুইজন ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশী করতে চাইলে তারা অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে সন্দেহের মাত্রা আরও বেড়ে গেলে তাদের সাথে থাকা কালো রংয়ের একটি ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দসহ ০২ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুইজনই দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারের সাথে জড়িত।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads